ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৭
মহিলাদের স্বপ্নস্খলন
(১৪৭) খাওলা বিনতু হাকীম রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করেন, পুরুষ স্বপ্নে যা দর্শন করে যদি নারী তা দর্শন করে, তাহলে তার বিধান কী? তিনি বলেন, স্খলন না হলে তাকে গোসল করতে হবে না, যেমন পুরুষের জন্যও এ ক্ষেত্রে স্খলন না হলে গোসল ফরয করে না।
عن خولة بنت حكيم أنها سألت النبي صلى الله عليه وسلم عن المرأة ترى في منامها ما يرى الرجل فقال: إنه ليس عليها غسل حتى تنزل كما أن الرجل ليس عليه غسل حتى ينزل.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান