ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৫
স্বামী-স্ত্রীর যৌনাঙ্গদ্বয় একত্রিত হলেই গোসল করতে হবে
(১৪৫) আবু হুরাইরা রা. নাবীয়ে আকরাম (ﷺ) থেকে বর্ণনা করেছেন, যদি স্বামী স্ত্রীর চার শাখার মাঝে বসে এবং তাকে শ্রান্ত করে তাহলেই গোসল করা ফরয হয়ে যাবে। (মুসলিমের বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে: ‘স্খলন না হলেও')। (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا جلس بين شعبها الأربع ثم جهدها فقد وجب الغسل... وزاد مسلم:
وإن لم ينزل.
وإن لم ينزل.

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৪৬
স্বামী-স্ত্রীর যৌনাঙ্গদ্বয় একত্রিত হলেই গোসল করতে হবে
(১৪৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন স্বামী এভাবে বসবে এবং উভয়ের যৌনাঙ্গ পরস্পরকে স্পর্শ করবে তখনই গোসল ফরয হয়ে যাবে। (মুসলিম)।
عن عائشة رضي الله عنها رفعته بلفظ: إذا جلس بين شعبها الأربع ومس الختان الختان فقد وجب الغسل.

তাহকীক:
তাহকীক চলমান
