ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৪
ঘাড় মাসাহ করা
(৯৪) ওয়ায়িল ইবন হুজর রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ওষুর বর্ণনা করতে গিয়ে বলেন, 'অতঃপর তিনি তাঁর মাথা তিনবার মাসাহ করেন এবং তাঁর কানের বহির্ভাগ তিনবার মাসাহ করেন এবং ঘাড়ের বহির্ভাগ'।
عن وائل بن حجر رضي الله عنه في صفة وضوئه صلى الله عليه وسلم: ثم مسح على رأسه ثلاثا وظاهر أذنيه ثلاثا وظاهر رقبته
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান