ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৯১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ কান মাসাহ করার বিবরণ
(৯১) ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) এর ওযুর বিবরণ দিয়ে বলেন, এরপর তিনি হাতের তালুতে পানি নেন এবং তাঁর মাথা ও দুইকান মাসাহ করেন । তিনি তাঁর দুই শাহাদত আঙ্গুলি দ্বারা কানের ভেতরে এবং দুই বৃদ্ধাঙ্গুলি কানের বাহির থেকে ঘুরিয়ে আনেন। এভাবে তিনি কানের ভেতর ও বাহির মাসাহ করেন।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنه في صفة وضوئه صلى الله عليه وسلم: ثم غرف غرفة فمسح برأسه وأذنيه داخلهما بالسبابتين وخالف بإبهاميه
إلى ظاهر أذنيه فمسح ظاهرها وباطنهما
إلى ظاهر أذنيه فمسح ظاهرها وباطنهما
তাহকীক:
হাদীস নং: ৯২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ কান মাসাহ করার বিবরণ
(৯২) ইবন আব্বাস রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, দুইকান মাথার অন্তর্গত।
كتاب الطهارة
عن ابن عباس رضي الله عنه مرفوعا: الأذنان من الرأس.
তাহকীক:
হাদীস নং: ৯৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ কান মাসাহ করার বিবরণ
(৯৩) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুইকান মাথার অন্তর্গত।
كتاب الطهارة
عن عبد الله بن زيد رضي الله عنه مرفوعا: الأذنان من الرأس.
তাহকীক: