ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৬
নবী (ﷺ) এর আদর্শ
(৪৬) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারা মোবারক ছিল সকল মানুষের চেয়ে বেশী সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম ব্যবহার ও আচরণের অধিকারী। (বুখারি)।
عن البراء رضي الله عنه يقول: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها وأحسنه خلقا.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৭
নবী (ﷺ) এর আদর্শ
(৪৭) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সবচেয়ে বেশী দানশীল ছিলেন। (বুখারি)।
عن ابن عباس رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم أجود النّاس.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৮
নবী (ﷺ) এর আদর্শ
(৪৮) আনাস ইবন মালিক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন সকল মানুষের চেয়ে বেশী সুন্দর, সবচেয়ে বেশী দানশীল এবং তিনি সবচেয়ে বেশী সাহসীও ছিলেন। (মুসলিম)।
عن أنس بن مالك رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وكان أجود الناس وكان أشجع الناس.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৪৯
নবী (ﷺ) এর আদর্শ
(৪৯) আনাস ইবন মালিক রা. বলেন,** রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশী ভয় করি এবং আমিই তোমাদের মধ্যে সবচেয়ে বেশী মুত্তাকি; অথচ আমি কখনো (নফল) সিয়াম পালন করি আবার কখনো সিয়াম পালন পরিত্যাগ করি, আমি রাত্রে কিছু সময় (তাহাজ্জুদের) সালাত আদায় করি এবং কিছু সময় শয়ন করি এবং আমি বিবাহ-সংসার করি। যে ব্যক্তি আমার আদর্শ বা রীতি (সুন্নত) অপছন্দ করল আমার সাথে তার কোনো সম্পর্ক নেই ।
عن أنس بن مالك رضي الله عنه مرفوعا: والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر وأصلي وأرقد وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা