ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৪২
- সামগ্রিক মূলনীতিসমূহ
মহানবী (ﷺ) এর মর্যাদা
(৪২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানব জাতির সকল যুগের শ্রেষ্ঠ যুগে আমাকে প্রেরণ করা হয়েছে। যুগের পর যুগ অতিক্রান্ত হওয়ার পর আমি এই যুগে এসেছি ।
كتاب الجامع
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن
الذي كنت فيه.
الذي كنت فيه.
তাহকীক:
হাদীস নং: ৪৩
- সামগ্রিক মূলনীতিসমূহ
মহানবী (ﷺ) এর মর্যাদা
(৪৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার ও আমার পূর্বের অন্য সকল নবী (আলাইহিমুস সালাম) এর উদাহরণ হল এক ব্যক্তির ন্যায় যিনি একটি বাড়ি বানিয়েছেন। তিনি তাকে পূর্ণতা দিয়েছেন এবং সৌন্দর্যময় করেছেন। শুধুমাত্র এককোণে একটি মাত্র ইটের স্থান খালি রেখেছেন। মানুষেরা সেই বাড়িটির চারিদিকে ঘুরতে থাকেন এবং বাড়িটির সৌন্দর্যে তাদের বিস্ময় প্রকাশ করতে থাকেন। তারা বলতে থাকেন, এই ইটটি স্থাপন করা হচ্ছে না কেন?! রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমিই এই সর্বশেষ ইট এবং আমিই সকল নবীর শেষ নবী।
كتاب الجامع
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلاً وضعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين.
তাহকীক:
হাদীস নং: ৪৪
- সামগ্রিক মূলনীতিসমূহ
মহানবী (ﷺ) এর মর্যাদা
(৪৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন আমিই মানব জাতির নেতা ও প্রধান। সর্বপ্রথম আমাকেই কবর খুলে পুনরুত্থিত করা হবে। আমিই সর্বপ্রথম শাফাআতকারী এবং আমার শাফাআতই সর্বপ্রথম গ্রহণ করা হবে। (মুসলিম)।
كتاب الجامع
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول
شافع وأول مشفع.
شافع وأول مشفع.
তাহকীক:
হাদীস নং: ৪৫
- সামগ্রিক মূলনীতিসমূহ
মহানবী (ﷺ) এর মর্যাদা
(৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের মধ্যে আমিই সবচেয়ে বেশী সম্মানিত। এতে কোনো অহঙ্কার নেই । (অহঙ্কার প্রকাশের জন্য নয় শুধুমাত্র সত্য প্রকাশ ও আল্লাহর নিআমত প্রকাশের জন্য তিনি একথা বলেছেন)। (তিরমিযি)।
كتاب الجامع
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أنا أكرم الأولين والآخرين ولا فخر.
তাহকীক: