ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯
জান্নাতের কথা
(৩৯) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাগণের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা কখনো কোনো চক্ষু দেখে নি, কোনো কর্ণ শোনে নি এবং কোনো মানবহৃদয় তা কখনো কল্পনা করতে পারে নি।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال الله: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر

তাহকীক:
তাহকীক চলমান