মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৬০৬৭
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬৭। হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী (ﷺ) বলিলেনঃ এমন এক ব্যক্তি তোমাদের সম্মুখে আগমন করিবে, যে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। ইহার পরেই আবু বকর (রাঃ) আগমন করিলেন। অতঃপর তিনি বলিলেন, তোমাদের সম্মুখে আরেক ব্যক্তি আগমন করিবে, যে বেহেশতবাসীদের অন্তর্ভুক্ত। এইবার ওমর (রাঃ) আসিয়া প্রবেশ করিলেন। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৬০৬৮
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক ও উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৬৮। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা এক চাঁদনী রাত্রে যখন রাসুলুল্লাহ্ (ﷺ)-এর মাথা আমার কোলে ছিল, তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আকাশে যতগুলি নক্ষত্র আছে এই পরিমাণ কাহারও নেকী হইবে কি? তিনি বলিলেনঃ হ্যাঁ, হইবে। ওমরের নেকী এই পরিমাণ। আমি বলিলাম, তবে আবু বকরের নেকী কোথায়? তখন তিনি বলিলেন, ওমরের সমস্ত নেকী আবু বকরের নেকীসমূহের মধ্য হইতে একটি নেকীর সমান। —রাযীন

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান