মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৫৯৭৪
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - অধ্যায় [রাসূলুল্লাহ (সা.) কোন প্রকার আর্থিক ওয়াসিয়্যাত করেননি- মর্মে আলোচনা]
৫৯৭৪। হযরত আমর ইবনুল হারেস [হুযুর (ছা:)-এর বিবি] জুয়াইরিয়া (রাঃ)-এর ভাই বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতেকালের সময় দীনার-দিরহাম, দাস-দাসী এবং অন্য কিছুই রাখিয়া যান নাই। শুধুমাত্র একটি সাদা খচ্চর ও তাহার যুদ্ধাস্ত্র আর কিছু যমীন এবং এইগুলি (সমগ্র মুসলমানের জন্য) সদকা (ওয়াকফ) হিসাবে রাখিয়া যান। বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫৯৭৫
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - অধ্যায় [রাসূলুল্লাহ (সা.) কোন প্রকার আর্থিক ওয়াসিয়্যাত করেননি- মর্মে আলোচনা]
৫৯৭৫। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন (আমার ওফাতের পরে) আমার ওয়ারিসগণ দীনার ভাগ-বণ্টন করিবে না। আমি যাহা রাখিয়া যাইব, বিবিদের খোরপোষ এবং আমার আমেলের খরচের পর তাহা (মুসলমানদের জন্য) সদকা। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫৯৭৬
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - অধ্যায় [রাসূলুল্লাহ (সা.) কোন প্রকার আর্থিক ওয়াসিয়্যাত করেননি- মর্মে আলোচনা]
৫৯৭৬। হযরত আবু বকর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমরা (নবী-রাসূলগণ) আমাদের পরিত্যক্ত মাল-সম্পদে কাহাকেও ওয়ারিস রাখিয়া যাই না; বরং যাহাকিছু রাখিয়া যাই, তাহা (মুসলমানদের জন্য) সদকা (বা ওয়াকফ)। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫৯৭৭
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - অধ্যায় [রাসূলুল্লাহ (সা.) কোন প্রকার আর্থিক ওয়াসিয়্যাত করেননি- মর্মে আলোচনা]
৫৯৭৭। হযরত আবু মুসা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা তাঁহার বান্দাদের মধ্যে যেই জাতির প্রতি নিজের অনুগ্রহ প্রকাশ করিতে চান, সেই জাতির নবীকে তাহাদের পূর্বেই ওফাত দান করেন। আর সেই নবীকে তাহাদের জন্য অগ্রগামী ও পূর্বসূরী করেন। পক্ষান্তরে আল্লাহ্ যখন কোন জাতিকে ধ্বংস করিতে ইচ্ছা করেন, তখন তাহাদের নবীকে তাহাদের মধ্যে জীবিত রাখিয়া সেই জাতিকে আযাব ও গযবে নিপতিত করেন। আর নবী তাহাদের ধ্বংস দেখিয়া চক্ষুর শীতলতা (ও মানসিক প্রশান্তি) লাভ করেন। যেহেতু তাহারা নবীকে মিথ্যুক আখ্যায়িত করিয়াছে এবং তাঁহার আদেশাবলী অমান্য করিয়াছে। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫৯৭৮
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ - অধ্যায় [রাসূলুল্লাহ (সা.) কোন প্রকার আর্থিক ওয়াসিয়্যাত করেননি- মর্মে আলোচনা]
৫৯৭৮। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন সেই মহান সত্তার কসম! যাঁহার হাতে (আমি) মুহাম্মাদের প্রাণ। তোমাদের উপর এমন এক সময় আসিবে, যখন তোমাদের কেহই আমাকে দেখিতে পাইবে না। অতঃপর তাহার নিকট আমাকে দেখিতে পাওয়া তাহার পরিবার-পরিজন ও মাল-সম্পদসমেত থাকা অপেক্ষা অধিক প্রিয়তর হইবে। — মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান