মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৫৫৪৮
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ - হাশর
৫৫৪৮। হযরত আবু যর (রাঃ) বলেন, সত্যবাদী সত্যায়িত (ﷺ) আমাকে বর্ণনা করিয়াছেনঃ কিয়ামতের দিন মানুষদিগকে তিন দলে একত্রিত করা হইবে। এক দল হইবে আরোহী, খাওয়া-দাওয়ায় পরিতৃপ্ত ও কাপড়-চোপড়ে আচ্ছাদিত। আরেক দল হইবে এমন যাহাদিগকে ফিরিশতাকুল মুখের উপরে হেঁচড়াইয়া দোযখের দিকে লইয়া যাইবে। আরেক দল হইবে, যাহারা পদব্রজে চলিবে এবং দৌড়াইতে থাকিবে। আল্লাহ্ তা'আলা সওয়ারীর উপর বিপদ আপতিত করিবেন। ইহা হইতে কোনটিই নিরাপদ থাকিবে না। এমন কি যে একটি বাগানের মালিক সে উক্ত বাগানের বিনিময়ে সওয়ারীর জন্য হাওদাসহ একটি উট পাইতে চাহিলেও তাহা পাইতে সক্ষম হইবে না। —নাসাঈ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান