মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১০ টি
হাদীস নং: ৫০১৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০১৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আবু যার (রাঃ)-কে বলিলেনঃ হে আবু যার! (তুমি কি জান,) ঈমানের কোন্ শাখাটি অধিক মজবুত? তিনি বলিলেন, আল্লাহ্ এবং তাঁহার রাসূলই অধিক জ্ঞাত। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ একমাত্র আল্লাহর সন্তুটির উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব স্থাপন করা, আল্লাহর খুশীর জন্য কাহাকেও মহব্বত করা এবং তাঁহার খুশীর জন্যই কাহাকেও ঘৃণা করা। —বায়হাকী
كتاب الآداب
وَعَنِ ابْنِ
عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي ذَرٍّ: «يَا أَبَا ذَرٍّ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «الْمُوَالَاةُ فِي اللَّهِ وَالْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي ذَرٍّ: «يَا أَبَا ذَرٍّ أَيُّ عُرَى الْإِيمَانِ أَوْثَقُ؟» قَالَ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ: «الْمُوَالَاةُ فِي اللَّهِ وَالْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
তাহকীক:
হাদীস নং: ৫০১৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০১৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন মুসলমান তাহার কোন রুগ্ন ভাইয়ের পরিচর্যায় যায় বা তাহার সাক্ষাতে যায়, তখন আল্লাহ্ তা'আলা বলেনঃ তুমি উত্তম কাজ করিয়াছ। তোমার পদচারণা উত্তম হইয়াছে এবং তুমি বেহেশতে বাসস্থান তৈয়ার করিয়া লইয়াছ। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب الآداب
وَعَنْ أَبِي
هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا عَادَ الْمُسْلِمُ أَخَاهُ أَوْ زَارَهُ قَالَ اللَّهُ تَعَالَى: طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا عَادَ الْمُسْلِمُ أَخَاهُ أَوْ زَارَهُ قَالَ اللَّهُ تَعَالَى: طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
তাহকীক:
হাদীস নং: ৫০১৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০১৬। হযরত মিকদাদ ইবনে মা'দীকারাব (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন ব্যক্তি অপর কোন (মুসলমান) ভাইকে মহব্বত করে, তখন তাহাকে যেন জানাইয়া দেয় যে, সে তাহাকে মহব্বত করে। —আবু দাউদ ও তিরমিযী
كتاب الآداب
وَعَن الْمِقْدَام بن معديكرب عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذا أحب الرجل أَخَاهُ فليخبره أَنه أحبه» . رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৫০১৭
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০১৭। হযরত আনাস (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) -এর নিকট দিয়া গমন করিল। এই সময় তাঁহার নিকট কতিপয় লোক উপস্থিত ছিল। উপস্থিত লোকদের এক ব্যক্তি বলিয়া উঠিল, আমি এই ব্যক্তিকে আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত করি। তখন নবী (ﷺ) জিজ্ঞাসা করিলেন, এই কথাটি তুমি কি তাহাকে জানাইয়াছ? সে বলিল; না। নবী করীম (ﷺ) বলিলেনঃ ওঠ, তাহার কাছে যাইয়া তাহাকে উহা জানাইয়া দাও। তখন সে তাহার কাছে গেল এবং তাহাকে উহা জানাইয়া দিল। উত্তরে লোকটি বলিল, ঐ সত্তার ভালবাসা তুমি লাভ কর, যাহার জন্য তুমি আমাকে ভালবাসিয়াছ। বর্ণনাকারী বলেন, অতঃপর সে পুনরায় ফিরিয়া আসিলে নবী (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেনঃ তখন ঐ ব্যক্তি যাহা বলিয়াছে সে তাহা হুযূর (ﷺ)কে জানাইল, তখন নবী (ﷺ) বলিলেনঃ তুমি তাহার সাথেই হইবে যাহাকে তুমি মহব্বত কর। আর তুমি তোমার নিয়তের প্রতিদান পাইবে। —বায়হাকী শো'আবুল ঈমানে। তিরমিযীর এক বর্ণনায় আছে, মানুষ ঐ ব্যক্তির সাথী হইবে যাহাকে সে মহব্বত করে। সে উহারই প্রতিদান পাইবে যাহা সে অর্জন করিয়াছে।
كتاب الآداب
وَعَنْ
أَنَسٍ قَالَ: مَرَّ رَجُلٌ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ نَاسٌ. فَقَالَ رَجُلٌ ممَّنْ عِنْده: إِني لأحب هَذَا فِي اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْلَمْتَهُ؟» قَالَ: لَا. قَالَ: «قُمْ إِلَيْهِ فَأَعْلِمْهُ» . فَقَامَ إِلَيْهِ فَأَعْلَمَهُ فَقَالَ: أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ. قَالَ: ثُمَّ رَجَعَ. فَسَأَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا قَالَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ وَلَكَ مَا احْتَسَبْتَ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» . وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ: «الْمَرْءُ مَعَ من أحبَّ ولَه مَا اكْتسب»
أَنَسٍ قَالَ: مَرَّ رَجُلٌ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ نَاسٌ. فَقَالَ رَجُلٌ ممَّنْ عِنْده: إِني لأحب هَذَا فِي اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْلَمْتَهُ؟» قَالَ: لَا. قَالَ: «قُمْ إِلَيْهِ فَأَعْلِمْهُ» . فَقَامَ إِلَيْهِ فَأَعْلَمَهُ فَقَالَ: أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ. قَالَ: ثُمَّ رَجَعَ. فَسَأَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ بِمَا قَالَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ وَلَكَ مَا احْتَسَبْتَ» رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» . وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ: «الْمَرْءُ مَعَ من أحبَّ ولَه مَا اكْتسب»
তাহকীক:
হাদীস নং: ৫০১৮
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০১৮। হযরত আবু সাঈদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, ঈমানদার ব্যতীত কাহাকেও সাথী বানাইও না। আর পরহেযগার ব্যতীত অন্য কেহ যেন তোমার খানা না খায়। —তিরমিযী, আবু দাউদ ও দারেমী
كتاب الآداب
وَعَن
أبي سعيد أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ والدارمي
أبي سعيد أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا وَلَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيٌّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ والدارمي
তাহকীক:
হাদীস নং: ৫০১৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মানুষ তাহার বন্ধুর আদর্শে গড়িয়া উঠে। সুতরাং তোমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত, সে কাহাকে বন্ধু বানাইতেছে। —আহমদ, তিরমিযী, আবু দাউদ ও বায়হাকী শো আবুল ঈমানে। এবং ইমাম তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি হাসান গরীব। আল্লামা নববী বলিয়াছেন ইহার সূত্র সহীহ্।
كتاب الآداب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلْ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَقَالَ النَّوَوِيُّ: إِسْنَادُهُ صَحِيحٌ
তাহকীক:
হাদীস নং: ৫০২০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২০। হযরত ইয়াযীদ ইবনে নাআমাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ভ্রাতৃত্ব স্থাপন করে, তখন সে যেন তাহার নাম, তাহার পিতার নাম এবং তাহার বংশ-গোত্রের পরিচয় জানিয়া লয়। কেননা, ইহা বন্ধুত্বকে সুদৃঢ় করে। -তিরমিযী
كتاب الآداب
وَعَن
يزِيد بن نَعامة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا آخَى الرَّجُلُ الرَّجُلَ فَلْيَسْأَلْهُ عَنِ اسْمِهِ وَاسْمِ أَبِيهِ وَمِمَّنْ هُوَ؟ فَإِنَّهُ أَوْصَلُ للمودَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ
يزِيد بن نَعامة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا آخَى الرَّجُلُ الرَّجُلَ فَلْيَسْأَلْهُ عَنِ اسْمِهِ وَاسْمِ أَبِيهِ وَمِمَّنْ هُوَ؟ فَإِنَّهُ أَوْصَلُ للمودَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ৫০২১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২১। হযরত আবু যার (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের সম্মুখে আসিয়া বলিলেনঃ তোমরা কি জান যে, আল্লাহ্ তা'আলার কাছে কোন্ কাজ সর্বাধিক প্রিয় ? জনৈক ব্যক্তি বলিয়া উঠিল, নামায ও যাকাত। আরেক জন বলিল, জিহাদ । তখন নবী (ﷺ) বলিলেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলার কাছে সর্বাপেক্ষা প্রিয় কাজ হইল একমাত্র আল্লাহর জন্য মহব্বত রাখা এবং আল্লাহর জন্য শত্রুতা করা। —আমদ ও আবু দাউদ। তবে আবু দাউদ হাদীসের কেবল শেষ অংশটি বর্ণনা করিয়াছেন।
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ أَبِي
ذَرٍّ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَدْرُونَ أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى؟» قَالَ قَائِلٌ: الصَّلَاةُ وَالزَّكَاةُ. وَقَالَ قَائِلٌ: الْجِهَادُ. قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى الْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ» . رَوَاهُ أَحْمَدُ وَرَوَى أَبُو دَاوُد الْفَصْل الْأَخير
ذَرٍّ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَتَدْرُونَ أَيُّ الْأَعْمَالِ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى؟» قَالَ قَائِلٌ: الصَّلَاةُ وَالزَّكَاةُ. وَقَالَ قَائِلٌ: الْجِهَادُ. قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى الْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ» . رَوَاهُ أَحْمَدُ وَرَوَى أَبُو دَاوُد الْفَصْل الْأَخير
তাহকীক:
হাদীস নং: ৫০২২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২২। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এক বান্দা আরেক বান্দাকে আল্লাহ্র জন্য মহব্বত করিলে সে যেন তাহার মহা মহীয়ান রবকেই সম্মান করিল। – আহমদ
كتاب الآداب
وَعَنْ أَبِي
أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَحَبَّ عَبْدٌ عَبْدًا لِلَّهِ إِلَّا أَكْرَمَ رَبَّهُ عَزَّ وَجَلَّ» . رَوَاهُ أَحْمد
أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَحَبَّ عَبْدٌ عَبْدًا لِلَّهِ إِلَّا أَكْرَمَ رَبَّهُ عَزَّ وَجَلَّ» . رَوَاهُ أَحْمد
তাহকীক:
হাদীস নং: ৫০২৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৬. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০২৩। হযরত আসমা বিনতে ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)কে বলিতে শুনিয়াছেন, আমি কি তোমাদিগকে জানাইয়া দিব না—তোমা দের মধ্যে ভাল লোক কে? তাহারা (সাহাবাগণ) সকলে বলিলেন, হ্যাঁ, বলুন ইয়া রাসূলাল্লাহ্! তখন তিনি বলিলেনঃ তোমাদের মধ্যে তাহারাই উত্তম যাহাদিগকে দেখিলে আল্লাহ্ স্মরণ হয়। ——ইবনে মাজাহ্
كتاب الآداب
وَعَن أَسمَاء
بنت يزِيد أَنَّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «خِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤوا ذُكِر الله» رَوَاهُ ابْن مَاجَه
بنت يزِيد أَنَّهَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ؟» قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ: «خِيَارُكُمُ الَّذِينَ إِذَا رُؤوا ذُكِر الله» رَوَاهُ ابْن مَاجَه
তাহকীক: