মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৭৪৯

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - হাসি
৪৭৪৯। হযরত কাতাদাহ্ (রাঃ) বলেন, একবার হযরত ইবনে উমর (রাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণ কি হাসিতেন ? তিনি বলিলেন হ্যাঁ, তবে তাঁহাদের অন্তরে পাহাড়ের চাইতেও প্রকাণ্ড ঈমান ছিল। হযরত বেলাল ইবনে সাদ (রাঃ) বলেন, আমি সাহাবীদিগকে এই অবস্থায় পাইয়াছি যে, তাঁহারা তীরের লক্ষ্যস্থলের মধ্যে দৌড়াইতেন এবং একে অপরের কথাবার্তায় হাসিতেন। আর যখন রাত্রি নামিত তখন তাঁহারা আল্লাহরর প্রতি অধিক ভীত ছিলেন। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান