মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৬২৮
details icon

পরিচ্ছেদঃ শিষ্টাচার পর্ব:
১. প্রথম অনুচ্ছেদ - সালাম
৪৬২৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ তা'আলা হযরত আদম (আঃ)-কে তাঁহার আকৃতিতেই সৃষ্টি করিয়াছেন। তাহার উচ্চতা ছিল ষাট হাত। আল্লাহ্ তা'আলা যখন তাহাকে সৃষ্টি করিলেন,বলিলেনঃ যাও এবং অবস্থানরত ফিরিশতাদের ঐ দলটিকে সালাম কর। আর তাঁহারা তোমার সালামের কি জওয়াব দেয় তাহা শ্রবণ কর। উহাই হইবে তোমার এবং তোমার সন্তানদের সালাম। তখন তিনি গিয়া বলিলেন, 'আস্সালামু আলাইকুম'। তাহারা (জওয়াবে ) বলিলেন, “আস্সালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ্”। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তাহারা 'ওয়া রাহমাতুল্লাহ্' অংশটি বৃদ্ধি করিলেন। অতঃপর তিনি বলিলেন : প্রত্যেক ব্যক্তিই, যে বেহেশতে প্রবেশ করিবে সে হযরত আদমের আকৃতিতেই হইবে এবং তাহার উচ্চতা হইবে ষাট হাত। তখন হইতে সৃষ্টিকুলের উচ্চতা অদ্যাবধি ক্রমাগত হ্রাস পাইয়া আসিতেছে । – মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান