মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৬০৬
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
স্বপ্ন পর্ব:
প্রথম অনুচ্ছেদ
৪৬০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। নবুওতের কোন চিহ্ন এখন আর অবশিষ্ট নাই। তবে শুধু সুসংবাদ বহনকারী রহিয়া গিয়াছে। লোকেরা জিজ্ঞাসা করিল, সুসংবাদ বহনকারী কি? তিনি বলিলেন: ভাল স্বপ্ন। -বুখারী।
كتاب الرؤيا
كتاب الرُّؤْيَا: الْفَصْلُ الْأَوَّلُ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلَّا الْمُبَشِّرَاتُ» قَالُوا: وَمَا الْمُبَشِّرَاتُ؟ قَالَ: «الرُّؤْيَا الصالحةُ» . رَوَاهُ البُخَارِيّ