মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪২৯৯

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪২৯৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আবু হোমাইদ নামক আনসারের এক ব্যক্তি নাকী নামক এক জায়গা হইতে এক পেয়ালা দুধ লইয়া নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন: তুমি ইহাকে ঢাকিয়া আন নাই কেন? আর কিছু না হউক অন্তত একটি কাঠি উহার উপরে আড়াআড়িভাবে রাখিয়া দিতে। -মোস্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩০০

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪৩০০। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখন তোমরা ঘুমাইয়া পড়, তখন তোমরা ঘরের মধ্যে ( প্রজ্বলিত) আগুন রাখিও না। —মোস্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩০১

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪৩০১। হযরত আবু মুসা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাত্রের বেলায় মদীনার একখানা ঘর আগুনে জ্বলিয়া গেল, গৃহবাসীদের উপর এই বিপদ আসিয়া পড়িল। পরে ব্যাপারটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হইলে তিনি বলিলেন: মূলত এই আগুন তোমাদের দুশমনই। অতএব, যখন তোমরা রাত্রে ঘুমাইবে, তখন উহা নিভাইয়া দিবে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৩০২

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে
৪৩০২। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলেনঃ যখন তোমরা রাত্রে কুকুরের চীৎকার এবং গাধার ডাক শুনিতে পাইবে, তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান হইতে পানাহ চাহিবে। কেননা, উহারা এমন এমন কিছু দেখিতে পায়, যাহা তোমরা দেখিতে পাও না। আর রাত্রে যখন মানুষের চলাচল বন্ধ হইয়া যায় (অর্থাৎ, নিশিথ রাত্রে) তখন তোমরাও বাহিরে যাওয়া কমাইয়া ফেল। কেননা, মহাপরাক্রমশালী আল্লাহ্ তা'আলা তাঁহার সৃষ্ট কিছু জীবকে রাত্রিকালে ছড়াইয়া দেন এবং তোমরা ঘরের দরজা বন্ধ রাখ, আর আল্লাহর নাম স্মরণ কর। কারণ, শয়তান এমন দ্বার খুলিতে পারে না, যাহা আল্লাহ্র নাম লইয়া বন্ধ করা হয়। আর তোমরা ঘটি, মটকা (খাদ্য-পাত্রসমূহ) ঢাকিয়া রাখ, শূন্য পাত্র উপুড় করিয়া রাখ এবং মশকের মুখ বাঁধিয়া রাখ। —শরহে সুন্নাহ্

তাহকীক:
তাহকীক চলমান