মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৪২৯৩
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - নাক্বী‘ ও নাবীয সম্পর্কীয় বর্ণনা
৪২৯৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) সবুজ মটকায় নাবীয প্রস্তুত করিতে নিষেধ করিয়া ছেন। তখন আমি জিজ্ঞাসা করিলাম, তবে কি আমরা সাদা বর্ণের মটকায় পান করিব? তিনি বলিলেন, না। —বুখারী
كتاب الأطعمة
الْفَصْل الثَّالِث
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ الْأَخْضَرِ قُلْتُ: أَنَشْرَبُ فِي الأبيضِ؟ قَالَ: «لَا» . رَوَاهُ البُخَارِيّ
তাহকীক: