মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪২৮৩

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ খানা খায়, তখন সে যেন এই দো'আটি পড়ে, اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ অর্থ, হে আল্লাহ্! আমাদের জন্য এই খাদ্যে বরকত দাও এবং ইহা অপেক্ষা উত্তম খাদ্য দান কর। আর যখন দুধ পান করিবে, তখন যেন বলেঃ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ অর্থ, হে আল্লাহ্ ! ইহার মধ্যে আমাদের জন্য বরকত দাও এবং উহা আরো অধিক দান কর। (ইহার চেয়ে উত্তম বস্তু দান কর, এই কথা বলা যাইবে না।) কেননা, দুধ ব্যতীত অন্য কোন জিনিসই খাদ্য ও পানীয় উভয়ের জন্য যথেষ্ট নহে। — তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪২৮৪

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৮৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর জন্য সুইয়া হইতে মিঠা পানি সংগ্রহ করা হইত। কথিত আছে যে, সুকইয়া একটি ঝর্ণা বা কূপ। উহার ও মদীনার মধ্যবর্তী ব্যবধান হইল দুই দিনের পথ। —আবু দাউদ।

তাহকীক:
তাহকীক চলমান