মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪২৬২

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - নিরুপায়ের খাওয়া সম্পর্কে (ব্যক্তির পক্ষ কখন মৃত প্রাণী খাওয়া বৈধ হয়)
৪২৬২। হযরত আবু ওয়াকিদ লাইসী (রাঃ) হইতে বর্ণিত যে, একদা এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কখনও কখনও এমন এলাকায় পৌঁছি, যেখানে আমরা ভীষণ ক্ষুধায় ব্যাকুল হইয়া পড়ি। সুতরাং এমতাবস্থায় আমাদের পক্ষে কখন মৃত (জানোয়ার) খাওয়া হালাল হইবে? তিনি বলিলেনঃ যখন তোমরা সকালে এক পেয়ালা এবং সন্ধ্যায় এক পেয়ালা দুধ না পাও অথবা সেই ভূমিতে কোন তরি-তরকারিও না পাও, এই অবস্থার সম্মুখীন হইলে মৃত খাইতে পার। —দারেমী

তাহকীক:
তাহকীক চলমান