মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৯৮৪

পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৮৪। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, ইবনে নাওয়াহা ও ইবনে উসাল নামক দুই ব্যক্তি (নবুওতের মিথ্যা দাবীদার) মুসাইলামার দূত হইয়া নবী (ﷺ)-এর নিকট আসিল। তখন নবী (ﷺ) তাহাদের উভয়কে বলিলেনঃ তোমরা কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? তাহারা বলিল, আমরা সাক্ষ্য দিতেছি যে, মুসাইলামা আল্লাহর রাসূল। অতঃপর নবী (ﷺ) বলিলেন, আমি আল্লাহ্ ও তাঁহার রাসূলের প্রতি ঈমান আনিলাম। (তারপর বলিলেন,) যদি কোন দূতকে হত্যা করা আমার নিয়ম থাকিত, তাহা হইলে আমি অবশ্যই তোমাদিগকে কতল করিতাম।
হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, সেই হইতে এই রীতি প্রচলিত রহিয়াছে যে, দূতকে হত্যা করা যায় না। –আহমদ
হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, সেই হইতে এই রীতি প্রচলিত রহিয়াছে যে, দূতকে হত্যা করা যায় না। –আহমদ

তাহকীক:
তাহকীক চলমান