মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২০- জিহাদের বিধানাবলী অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৭৮৭

পরিচ্ছেদঃ জেহাদ পর্ব:
প্রথম অনুচ্ছেদ
প্রথম অনুচ্ছেদ
৩৭৮৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁহার রাসূলের প্রতি ঈমান রাখে, নামায কায়েম করে এবং রমযানের রোযা রাখে, সে আল্লাহর পথে জেহাদ করুক কিংবা নিজের জন্মভূমিতে বসিয়া থাকুক, তাহাকে জান্নাত দান করা আল্লাহর জন্য অবধারিত হইয়া দাড়ায়। লোকেরা বলিল, হে আল্লাহর রাসূল। আমরা কি এই সুসংবাদ অন্য লোকদিগকে জানাইব না? তিনি বলিলেন, আল্লাহ্ তাহার পথে জেহাদকারীদের জন্য জান্নাতে এক শতটি (মর্যাদার) স্তর তৈয়ার করিয়া রাখিয়াছেন। প্রতি দুইটি স্তরের মাঝখানে আসমান ও যমীনের দূরত্ব পরিমাণ ব্যবধান। সুতরাং যখনই তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করিবে, তখন জান্নাতুল ফেরদাউসের জন্যই প্রার্থনা করিবে। কেননা, (আমাকে দেখান হইয়াছে) সেইটিই জান্নাতের সর্বোত্তম ও সর্বোচ্চ মকাম। ইহারই উপরিভাগে মহান করুণাময় 'আররহমানের' আরশ। সেই স্থান (ফেরদাউস) হইতে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হইতেছে। বুখারী

তাহকীক:
তাহকীক চলমান