মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৭- কিসাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৪৮৪

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি সামান্য কথার দ্বারাও কোন মু'মিনের হত্যার ব্যাপারে সহায়তা করিল, সে আল্লাহ্ তা'আলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে, তাহার কপালের মধ্যে লিখা থাকিবে, أئس من رحمة الله অর্থঃ “আল্লাহর রহমত হইতে নিরাশ। ” —ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৪৮৫

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮৫। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ কেহ কাহাকেও যদি ধরিয়া রাখে এবং আরেক (তৃতীয়) ব্যক্তি সেই ধৃত লোকটিকে হত্যা করে, তবে শাস্তিস্বরূপ হত্যাকারীকে হত্যা করা হইবে এবং যেই লোকটি ধরিয়া রাখিয়াছিল তাহাকে কয়েদের শাস্তি দেওয়া হইবে। —দারা কুতনী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৪৮৬

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৮৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ ইহা আর উহা সমান। অর্থাৎ, কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলী সমান। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান