মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৭- কিসাসের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৪৪৬
details icon

পরিচ্ছেদঃ কেসাস পর্ব:
প্রথম অনুচ্ছেদ
৩৪৪৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যেই মু'মিন বান্দা এই সাক্ষ্য দেয় যে, আল্লাহ্ ব্যতীত আর কোন মা'বুদ নাই এবং আমি আল্লাহর রাসূল, তাহার রক্ত তিনটি কারণ ব্যতীত হালাল নহে। (১) জানের বদলে জান কতল করা। (২) বিবাহিত ব্যভিচারীকে হত্যা (রজম) করা এবং (৩) দ্বীন ইসলাম ত্যাগকারী, যে মুসলিম জামাআত হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছে তাহাকে কতল করা হালাল। মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান