মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৬- শপথ ও মান্নতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৪৪১

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪১। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, ওকবা ইবনে আমের (রাঃ)-এর ভগ্নী মান্নত করিল যে, সে পায়ে হ্যাঁটিয়া হজ্জ করিবে, অথচ তাহার সেই শক্তি-সামর্থ্য নাই। তখন নবী (ﷺ) বলিলেনঃ তোমার ভগ্নী হ্যাঁটিয়া যাউক, আল্লাহ তা'আলা ইহার মুখাপেক্ষী নন; সুতরাং সে যেন সওয়ারীতে সওয়ার হইয়া যায় এবং একটি উট কুরবানী করে। ইহা আবু দাউদ ও দারেমীর রেওয়ায়ত, অবশ্য আবু দাউদের অন্য একটি রেওয়ায়তে আছে—নবী (ﷺ) উক্ত মহিলাকে সওয়ার হইয়া যাওয়ার এবং পরে একটি কুরবানী আদায় করিবার জন্য আদেশ করিলেন। আবু দাউদের অন্য আরেক রেওয়ায়তে আছে—নবী (ﷺ) বলিয়াছেন, তোমার ভগ্নীর এই কষ্টের জন্য আল্লাহ্ কোন সওয়াব দান করিবেন না। সুতরাং সে যেন সওয়ার হইয়া হজ্জ করে এবং তাহার কসমের আদায় করে।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৪৪২

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মালেক বলেন, ওকবা ইবনে আমের (রাঃ) নবী (ﷺ)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, তাহার ভগ্নী এই মান্নত করিয়াছে যে, সে খালি পায়ে এবং খোলা মাথায় হজ্জ করিবে। তখন তিনি বলিলেনঃ তাহাকে বল সে যেন মাথা ঢাকিয়া নেয় ও সওয়ার হইয়া হজ্জ আদায় করে এবং পরে তিনটি রোযা রাখে। –আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৪৪৩

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪৩। হযরত সায়ীদ ইবনে মুসাইয়াব (রাঃ) হইতে বর্ণিত, আনসারী দুই ভাই (কোন ব্যক্তি হইতে) মীরাস পাইবার অধিকারী হইল। পরে তাহাদের একজন অপরজনকে উক্ত মীরাসী সম্পদটি বন্টন করিয়া দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করিল। ইহাতে অপরজন রাগান্বিত হইয়া বলিল, যদি তুমি পুনরায় আমার কাছে উক্ত মাল বন্টনের প্রশ্ন তোল, তাহা হইলে আমার সমস্ত মাল কা'বা শরীফের জন্য উৎসর্গ। ইহাতে হযরত ওমর (রাঃ) বলিলেন, কা'বা শরীফ তোমার মালের জন্য মুখাপেক্ষী নহে। সুতরাং তুমি তোমার কসমের কাফ্ফারা আদায় করিয়া দাও এবং তোমার ভাইয়ের সহিত (নিষ্পত্তির) কথাবার্তা বল। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ তোমার কসম এবং মান্নত পুরা করিতে নাই আল্লাহর নাফরমানীর কাজে, আত্মীয়তা বিচ্ছিন্নতার ব্যাপারে এবং এমন জিনিসের বেলায় যাহার তুমি মালিক নও। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান