মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৩৮৬
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৩৮৬। হযরত গারীফ ইবনে দায়লামী বলেন, একবার আমরা হযরত ওয়াসেলা ইবনে আসকা' (রাঃ)-এর নিকট গিয়া বলিলাম, আমাদেরকে এমন একটি হাদীস বর্ণনা করুন, যাহার মধ্যে (রাসূলুল্লাহ্ [ﷺ]-এর বর্ণনা হইতে) কম ও বেশী কিছুই যেন না হয়। (অর্থাৎ, অবিকল তাহাই বর্ণনা করুন যাহা তিনি বলিয়াছেন।) এই কথা শুনিয়া তিনি ভীষণ রাগান্বিত হইলেন এবং বলিলেন, তোমাদের কোন ব্যক্তি কোরআন মজীদ পাঠ করে অথচ কোরআন পাক তাহার গৃহে ঝুলন্তাবস্থায় মওজুদ রহিয়াছে। এতদসত্ত্বেও (তাহার পাঠে) কম ও বেশী হইয়া যায়। তখন আমরা বলিলাম, আমাদের একমাত্র উদ্দেশ্য হইল এই যে, আপনি সরাসরি নবী (ﷺ) হইতে যেই হাদীসটি স্বয়ং শুনিয়াছেন (তাহা আমাদেরকে বর্ণনা করিয়া শুনান)। এইবার তিনি বলিলেন, একদা আমরা আমাদের এমন এক সঙ্গীর ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে আসিলাম, যে ব্যক্তি অন্য এক লোককে হত্যা করিয়া নিজের জন্য জাহান্নাম অবধারিত করিয়া ফেলিয়াছিল। তখন তিনি আমাদেরকে আদেশ দিলেন যে, তোমরা ঐ লোকটির পক্ষ হইতে একটি গোলাম আযাদ করিয়া দাও, ফলে আল্লাহ্ তা'আলা সেই আযাদকৃত গোলামের প্রতিটি অঙ্গের বিনিময়ে তোমাদের ঐ লোকটির প্রতিটি অঙ্গকে দোযখের আগুন হইতে মুক্ত করিয়া দিবেন। – আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩৩৮৭
details icon

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
৩৩৮৭। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এমন সুপারিশ করাটাই সবচাইতে উত্তম সদকা, যেই সুপারিশের দরুন কোন লোক দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে পারে। (অথবা কয়েদ হইতে নিষ্কৃতি পাইতে পারে।) — বায়হাকী শোআবুল ঈমানে

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান