মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩৩৭৪

পরিচ্ছেদঃ ১৭. তৃতীয় অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৭৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি কি তোমাদিগকে জানাইয়া দিব না, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি কে? (নিশ্চয় বলিব, ) সেই ব্যক্তি হইল, যে একাকী খায় এবং আপন দাস-গোলামকে মারধর করে, আর দান-খয়রাত হইতে বিরত থাকে। —রযীন

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৩৭৫

পরিচ্ছেদঃ ১৭. তৃতীয় অনুচ্ছেদ - স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার
৩৩৭৫। হযরত আবু বকর সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দাস-দাসীর সাথে দুর্ব্যবহারকারী বেহেশতে প্রবেশ করিবে না। লোকেরা বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি কি আমাদিগকে এই কথা বলেন নাই যে, অন্যান্য উম্মত অপেক্ষা আপনার এই উম্মতের মধ্যে দাস-দাসী ও ইয়াতীমের সংখ্যা অধিক হইবে? তিনি বলিলেনঃ হ্যাঁ, তোমাদের সন্তানদের সাথে তোমরা যেইরূপ সদাচরণ করিয়া থাক, উহাদের সাথেও অনুরূপ সদাচরণ কর। নিজেরা যাহা খাইবে উহাদিগকেও তাহা খাওয়াও। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, (ইয়া রাসুলাল্লাহ্!) দুনিয়াতে কোন্ জিনিস আমাদের বেশী উপকারী? তিনি বলিলেন, এমন ঘোড়া যাহা আল্লাহর রাস্তায় দুশমনের সাথে জিহাদের উদ্দেশ্যে তুমি বাঁধিয়া রাখিবে, আর এমন গোলাম যে তোমার পক্ষ হইতে যাবতীয় কাজকর্ম আঞ্জাম দেয়। আর যখন সে (গোলাম) নামায পড়ে, তখন সে তোমার ভাই। — ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৩৩৭৮

পরিচ্ছেদঃ ১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - শিশুর বালেগ হওয়া ও ছোট বেলায় তাদের প্রতিপালন প্রসঙ্গে
৩৩৭৮। হযরত আমর তাঁহার বাপ শোআয়ব হইতে, তিনি তাঁহার দাদা হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস (রাঃ) হইতে বর্ণনা করেন যে, একটি স্ত্রীলোক বলিল, ইয়া রাসুলাল্লাহ্! আমার এই ছেলে—আমার পেট ছিল তাহার ভাণ্ড, আমার স্তন ছিল তাহার মোশক এবং আমার কোল ছিল তাহার দোলনা। তাহার পিতা আমাকে তালাক দিয়াছে। আর সে এখন আমার ছেলে লইয়া আমার সাথে টানাটানি করিতেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তুমিই তাহার অধিকারী যাবৎ না তুমি অন্য শাদী কর। – আহমদ ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান