মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩৩১৯
details icon

পরিচ্ছেদঃ ১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩১৯। হযরত জাবের ইবনে আতীক (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ কোন 'গায়রত' এমন রহিয়াছে যাহাকে আল্লাহ্ ভালবাসেন। আর কোন 'গায়রত' এমনও রহিয়াছে যে, যাহাকে আল্লাহ্ ঘৃণা করেন। যে ‘গায়রত’কে আল্লাহ্ ভালবাসেন তাহা হইল, সত্যিকার সন্দেহ স্থলের ‘গায়রত।' আর যে ‘গায়রত’কে তিনি ঘৃণা করেন তাহা হইল বিনা সন্দেহে খামাখা ‘গায়রত।' এইরূপে কোন গর্বকে আল্লাহ্ ঘৃণা করেন আর কোন গর্বকে আল্লাহ্ ভালবাসেন। যে গর্বকে আল্লাহ্ ভালবাসেন, তাহা হইল, ইসলামের শত্রুর সাথে যুদ্ধে গর্ব; কোন ব্যক্তির দান করাকালে গর্ব। আর যে গর্বকে আল্লাহ্ ঘৃণা করেন তাহা হইল বংশের গর্ব। অপর এক বর্ণনায় আছে, অন্যায় বা জুলুমের ব্যাপারে গর্ব। — আহমদ, আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান