মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩০৭৭
details icon

পরিচ্ছেদঃ ২০. তৃতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৭। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন যে, আস ইবনে ওয়ায়েল (মরার কালে) ওছিয়ত করিয়া যান যে, তাহার পক্ষ হইতে যেন একশত গোলাম আযাদ করা হয়। তদনুসারে তাহার পুত্র হিশাম পঞ্চাশটি গোলাম আযাদ করেন। অতঃপর তাঁহার পুত্র আমর বাকী পঞ্চাশটি আযাদ করার ইচ্ছা করিলেন, তবে বলিলেন, আমি আযাদ করিব না যাবৎ না এ ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিব। অতঃপর তিনি নবী করীম (ﷺ)-এর খেদমতে যাইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমার বাপ তাঁহার পক্ষ হইতে একশত গোলাম আযাদ করার ওছিয়ত করিয়া গিয়াছেন এবং আমার ভাই হিশাম পঞ্চাশটি আযাদও করিয়াছেন; আর বাকী রহিয়াছে পঞ্চাশটি ; আমি কি তাঁহার পক্ষ হইতে উহা আযাদ করিব? তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, সে যদি মুসলমান হইত আর তোমরা তাহার পক্ষ হইতে উহা আযাদ করিতে অথবা দান-খয়রাত করিতে অথবা হজ্জ করিতে, তাহার নিকট উহার সওয়াব পৌঁছিত। —আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৭৮
details icon

পরিচ্ছেদঃ ২০. তৃতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৮। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি (অতিরিক্ত ওছিয়ত দ্বারা) ওয়ারিসদের মীরাসের অংশ কাটিয়াছে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তাহার জান্নাতের মীরাসের অংশ কাটিবেন। —ইবনে মাজাহ্।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৭৯
details icon

পরিচ্ছেদঃ ২০. তৃতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৯। আর বায়হাকী তাঁহার শোআবুল ঈমানে আবু হুরায়রা হইতে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান