মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৩০৭৫
details icon

পরিচ্ছেদঃ ২০. দ্বিতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৫। হযরত আবু হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ কোন পুরুষ বা নারী ষাট বছর যাবৎ আল্লাহর এবাদত-উপাসনা করে, অতঃপর তাহাদের নিকট মউত পৌঁছে আর তাহারা ওছিয়ত দ্বারা ওয়ারিসের ক্ষতি করে, যাহাতে তাহাদের জন্য দোযখ আবশ্যক হইয়া যায়। অতঃপর আবু হুরায়রা এই আয়াত পাঠ করিলেনঃ 'ওছিয়তের পর যাহা ওছিয়ত করা হয় এবং ঋণের পর' — যদি ওছিয়তকারী ক্ষতি না করে (ওয়ারিসদের) বাক্য হইতে ইহা হইল বড় সাফল্য পর্যন্ত। —আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৩০৭৬
details icon

পরিচ্ছেদঃ ২০. তৃতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ওছিয়ত করিয়া মরিয়াছে সে সত্য পথ ও ঠিক প্রথার উপর মরিয়াছে, মুত্তাকী ও শহীদরূপে মরিয়াছে এবং আল্লাহর ক্ষমা প্রাপ্ত হইয়া মরিয়াছে। — ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান