মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৩০১৪

পরিচ্ছেদঃ ১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - দানসমূহ
৩০১৪। উক্ত হযরত জাবের (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ ওমরা জায়েয, যাহাকে ওমরা দেওয়া হইয়াছে উহা তাহারই এবং ‘রুকবা’ জায়েয, যাহাকে রুকবা দেওয়া হইয়াছে উহা তাহারই। —আহমদ, তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান