মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৯৩৭

পরিচ্ছেদঃ ১০. তৃতীয় অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩৭। হযরত হাকীম ইবনে হেযাম (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) একটি কোরবানীর পশু খরিদ করার জন্য একটি দীনার দিয়া তাঁহাকে বাজারে পাঠাইলেন। তিনি এক দীনার দিয়া একটি দুম্বা খরিদ করিলেন এবং উহা দুই দীনারে বিক্রয় করিলেন। অতঃপর তিনি গৃহে প্রত্যাবর্তন করিলেন। আবার যাইয়া এক দীনার দিয়া একটি কোরবানীর পশু খরিদ করিয়া লইলেন, অতঃপর পশু ও অতিরিক্ত দীনার আনিয়া হুযূরকে দিলেন। রাসূলুল্লাহ (ﷺ) উহা দান করিয়া দিলেন এবং তাঁহার জন্য দোআ করিলেন যেন তাঁহার ব্যবসায়ে বরকত হয়। —তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৯৩৮

পরিচ্ছেদঃ ১১. প্রথম অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৩৮। হযরত সায়ীদ ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে কাহারো এক বিগত যমীন জোর দখল করিয়াছে, কিয়ামতের দিন তাহার গলায় সাত তবক হইতেই ঐ পরিমাণ যমীন বেড়িরূপে পরাইয়া দেওয়া হইবে। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান