মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৭৯৮

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৮। হযরত কায়স ইবনে আবী গারাযা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সময়ে (প্রথম দিকে) আমাদের (ব্যবসায়ী) সম্প্রদায়কে ‘সামাসেরাহ' (দালাল সম্প্রদায়) বলিয়া আখ্যায়িত করা হইত। একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট দিয়া যাইবার সময় উক্ত আখ্যা অপেক্ষা সুন্দর ও উত্তম আখ্যায় আমাদের আখ্যায়িত করিলেন। তিনি বলিলেন, “হে তাজের সম্প্রদায়” (ব্যবসায়ীগণ)! ব্যবসাকার্যে বেহুদা কথা এবং নিষ্প্রয়োজন কসম করা হইয়া থাকে। (যাহা গোনাহে পরিগণিত। উহার প্রায়শ্চিত্তে ) তোমরা ব্যবসা করার সঙ্গে সদকা—দান-খয়রাতও বিশেষভাবে করিও। —আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৭৯৯

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৯। হযরত ওবায়দ ইবনে রেফাআ (রাঃ) তাঁহার পিতার মাধ্যমে নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন। নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ ব্যবসায়ী গণ কিয়ামত দিবসে হাশর-ময়দানে উপস্থিত হইবে ফাসেক-ফাজের — বদকার দলরূপে। অবশ্য যেসব ব্যবসায়ী মোত্তাকী-পরহেযগার হন, নেককার হন এবং সত্যবাদী হন তাঁহারা ঐরূপ হইবেন না।—তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৮০০

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৮০০। বায়হাকী এই হাদীসকে হযরত বারা (রাঃ) হইতে শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন। তিরমিযী বলিয়াছেন, এই হাদীস হাসান, সহীহ্ ।

তাহকীক:
তাহকীক চলমান