মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৭৯৩
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৩। হযরত আবু কাতাদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : ব্যবসার মধ্যে অধিক কসম খাওয়া হইতে সতর্ক থাকিও। উহা দ্বারা মাল বেশী বিক্রি হয়, কিন্তু বরকত বিনষ্ট হইয়া যায়। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭৯৪
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন অধিক কসম খাওয়ায় মালের কাটতি বাড়ে তবে বরকত দূর করিয়া দেয়। -মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭৯৫
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৫। হযরত আবু যর (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: তিন প্রকার মানুষ আছে, যাহাদের সঙ্গে আল্লাহ্ তা'আলা কিয়ামত দিবসে কোন কথা বলিবেন না, তাহাদের প্রতি রহমতের (করুণার) দৃষ্টিপাত করিবেন না এবং তাহাদেরকে (গোনাহ্ মাফ করিয়া) পাক-সাফ করিবেন না। আর তাহাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রহিয়াছে।

আবু যর (রাঃ) এই কথা শুনার সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, তাহাদের জন্য তো অধঃপতন ও ধ্বংস—ইয়া রাসূলাল্লাহ্ । তাহারা কাহারা ? রাসুলুল্লাহ্ (ছাঃ) বলিলেন, (১) যে ব্যক্তি পরিধেয় বস্ত্র পায়ের গিঁঠের নীচে পৌঁছায়, (২) যে ব্যক্তি উপকারের খোঁটা দেয়, (৩) আর যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭৯৬
details icon

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৬। হযরত আবু সায়ীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সত্যবাদী, আমানতদার, বিশ্বাসী ব্যবসায়ী ব্যক্তি (কিয়ামত দিবসে) নবী, সিদ্দীক ও শহীদগণের দলে থাকিবেন। —তিরমিযী, দারেমী ও দারা কুতনী।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭৯৭
details icon

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯৭। ইবনে মাজাহ এই হাদীসকে হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন। তিরমিযী বলিয়াছেন, এই হাদীসটি গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান