মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৭৮০

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা গায়িকা ক্রয়-বিক্রয় করিও না; উহার মূল্য হারাম। তাহাদেরকে গান শিক্ষাও দিও না। এই শ্রেণীর কার্য যাহারা করে তাহাদের সম্পর্কেই পবিত্র কোরআনের এই আয়াত নাযিল হইয়াছে— وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لهْوَ الحَديثِ “এক শ্রেণীর লোক আছে যাহারা রং-তামাশার গাথা (তথা গান) ক্রয় করে (তাহাদের জন্য লাঞ্ছনাময় আযাব রহিয়াছে)।" —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৭৯০

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দো'আরূপে) বলিয়াছেন: আল্লাহ্ রহম করুন ঐ ব্যক্তির প্রতি যে সহনশীল হয় বিক্রয়ের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে এবং প্রাপ্য ওয়াসিলের তাগাদা করার ক্ষেত্রে। -বোখারী

তাহকীক:
তাহকীক চলমান