মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৭০৫
details icon

পরিচ্ছেদঃ ১২. দ্বিতীয় অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৭০৫। হযরত খুযাইমা ইবনে জাযী (রাঃ) বলেন, আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম যাবু' খাওয়া সম্পর্কে। তিনি বলিলেন, কেহ কি যাবু' খায়? অতঃপর জিজ্ঞাসা করিলাম, নেকড়ে খাওয়া সম্পর্কে। তিনি বলিলেন, নেকড়ে কি কেহ খায় যাহাতে ভালাই রহিয়াছে ? —হাদীসটি তিরমিযী বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন ইহার সনদ সবল নহে ।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭০৭
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭০৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (৬ষ্ঠ হিজরীতে উমরা করিতে যাইয়া কুরাইশ কর্তৃক) বাধাপ্রাপ্ত হইলেন। অতঃপর মাথা মুড়াইলেন, বিবিদের সাথে সহবাস করিলেন এবং আপন কোরবানীর পশু জবাই করিলেন— অবশেষে পরবর্তী বৎসর উহার কাযাস্বরূপ উমরা করিলেন। বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭০৮
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭০৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করিতে বাহির হইলাম আর কুরাইশের কাফেরগণ আসিয়া (হুদায়বিয়াতে) তাহার ও বায়তুল্লাহর মধ্যে বাধাস্বরূপ হইয়া দাড়াইল, সুতরাং নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় আপন কোরবানীর পশুসমূহ জবাই করিলেন ও মাথা মুড়াইলেন আর তাঁহার সহচরগণ মাথা ছাঁটাইলেন। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান