মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬৯৬
- হজ্জ্বের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৬৯৬। হযরত সা'ব ইবনে জাস্সামা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি আবওয়া বা ওদ্দান নামক স্থানে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বন্য গাধা (শিকার) হাদিয়া দিলেন এবং তিনি তাহাকে উহা ফেরৎ দিলেন। যখন তিনি তাহার চেহারার ভাব লক্ষ্য করিলেন, বলিলেন: যেহেতু আমরা মুহরিম, এ কারণেই তোমার উহা ফেরৎ দিলাম (অন্য কারণে নহে)। মোত্তাঃ
كتاب المناسك
بَابُ الْمُحْرِمِ يَجْتَنِبُ الصَّيْدَ: الْفَصْل الأول
عَن الصعب بن جثامة أَنه أهْدى رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِمَارًا وَحْشِيًّا وَهُوَ بِالْأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ فَرَدَّ عَلَيْهِ فَلَمَّا رأى مَا فِي وَجْهَهُ قَالَ: «إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلَّا أنَّا حُرُمٌ»
হাদীস নং: ২৬৯৭
- হজ্জ্বের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৬৯৭। হযরত আবু কাতাদা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি (৬ষ্ঠ হিজরীতে) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (উমরা করিতে) বাহির হইলেন এবং পথে তাঁহার কতক সহচরের সাথে পিছনে রহিয়া গেলেন। তাহারা সকলেই ছিলেন মুহরিম, কিন্তু আবু কাতাদা তখনও এহরাম বাঁধেন নাই। তাঁহারা একটি বন্য গাধা দেখিলেন আবু কাতাদার দেখার পূর্বে। তাহারা যখন উহাকে দেখিলেন এইভাবে থাকিতে দিলেন, অবশেষে দেখিয়া ফেলিলেন উহাকে আবু কাতাদা। অতঃপর তিনি তাঁহার ঘোড়ায় সওয়ার হইলেন এবং তাহাদিগকে তাহার চাবুকটা দিতে বলিলেন; কিন্তু তাহারা তাহা অস্বীকার করিলেন। অবশেষে তিনি নিজেই চাবুক লইলেন, তৎপর গাধার প্রতি আক্রমণ করিয়া উহাকে আহত করিলেন। পরে তিনি উহা খাইলেন এবং তাহারাও খাইলেন। কিন্তু তাহারা ইহাতে অনুতপ্ত হইলেন। অতঃপর যখন তাহারা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন, তাহাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেনঃ তোমাদের সাথে উহার কিছু আছে কি? তাহারা বলিলেন, আমাদের সাথে উহার পা আছে। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা লইলেন এবং খাইলেন। -মোত্তাঃ

কিন্তু বুখারী ও মুসলিমের ভিন্ন বর্ণনায় আছে—যখন তাহারা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন, তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন— তোমাদের মধ্যে কেহ কি তাহাকে উহার প্রতি আক্রমণ করিতে বলিয়াছিল অথবা উহার প্রতি ইঙ্গিত করিয়াছিল ? তাহারা উত্তর করিলেন, না। তখন হুযুর বলিলেন, তবে তোমরা খাইতে পার উহার গোশত যাহা অবশিষ্ট রহিয়াছে।
كتاب المناسك
وَعَنْ أَبِي قَتَادَةَ أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَخَلَّفَ مَعَ بَعْضِ أَصْحَابِهِ وَهُمْ مُحْرِمُونَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَوْا حِمَارًا وَحْشِيًّا قَبْلَ أَنْ يَرَاهُ فَلَمَّا رَأَوْهُ تَرَكُوهُ حَتَّى رَآهُ أَبُو قَتَادَةَ فَرَكِبَ فَرَسًا لَهُ فَسَأَلَهُمْ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا فَتَنَاوَلَهُ فَحَمَلَ عَلَيْهِ فَعَقَرَهُ ثُمَّ أَكَلَ فَأَكَلُوا فَنَدِمُوا فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوهُ. قَالَ: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟» قَالُوا: مَعَنَا رِجْلُهُ فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسلم فَأكلهَا

وَفِي رِوَايَةٍ لَهُمَا: فَلَمَّا أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَمِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا؟ أَوْ أَشَارَ إِلَيْهَا؟» قَالُوا: لَا قَالَ: «فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحمهَا»
হাদীস নং: ২৬৯৮
- হজ্জ্বের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৬৯৮। হযরত ইবনে ওমর (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ যে এই পাচ প্রাণী হত্যা করিয়াছে হরমে অথবা এহরামে, তাহার কোন গোনাহ্ হইবে না, ইঁদুর, কাক, চিল, বিচ্ছু ও হিংস্র কুকুর। —মোত্তাঃ
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَمْسٌ لَا جُنَاحَ عَلَى من قتلَهُنّ فِي الْحل وَالْإِحْرَامِ: الْفَأْرَةُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ
হাদীস নং: ২৬৯৯
- হজ্জ্বের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৬৯৯। হযরত আয়েশা (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন। পাঁচটি অনিষ্টকারী জীব হত্যা করা যাইতে পারে হিল ও হরম যে কোনখানে। সাপ, সাদা কালো কাক, ইঁদুর, হিংস্র কুকুর ও চিল। মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحَيَّةُ وَالْغُرَابُ الْأَبْقَعُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا