মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১০- যাবতীয় দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৫০৩
details icon

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০৩। হযরত হুযায়ফা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনের উচিত নহে সে নিজেকে লাঞ্ছিত করে। লোকেরা প্রশ্ন করিল, সে নিজেকে কিরূপে লাঞ্ছিত করে? তিনি বলিলেন, সে এমন বিপদ চাহিয়া বসে যাহা তাহার বরদাশত করার সাধ্য নাই (যেমন, ঐ ব্যক্তি করিয়াছিল)। – তিরমিযী ও ইবনে মাজাহ্। আর বায়হাকী শো আবুল ঈমানে। তিরমিযী বলেন, হাদীসটি হাসান গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৫০৪
details icon

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৫০৪। হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) এই দো'আ শিক্ষা দিয়াছেন এবং বলিয়াছেন, তুমি বল, “আল্লাহ্! তুমি আমার ভিতরকে বাহির হইতে উত্তম কর এবং বাহিরকে কর নেক। আল্লাহ্, আমি তোমার নিকট চাই তুমি যাহা মানুষকে ভাল দান করিয়াছ তাহা — পরিবার, মাল ও সন্তান, যাহারা পথভ্রষ্ট বা পথভ্রষ্টকারী নহে।” – তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান