মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১০- যাবতীয় দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৩৭৯

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৭৯। হযরত সওবান (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ বান্দা আল্লাহর সন্তোষ লাভ করিতে চায় আর উহার চেষ্টা করিতে থাকে। ফলে আল্লাহ্ আযযা ওয়াজাল্লা জিবরাঈলকে বলেন, আমার অমুক বান্দা আমাকে সন্তুষ্ট করিতে চায়। জানিয়া লও—তাহার প্রতি আমার দয়া রহিয়াছে। তখন জিবরাঈল বলেন, আল্লাহর দয়া অমুকের প্রতি, আর এইরূপ বলেন আরশ বহনকারীগণ এবং তাহাদের পার্শ্বের ফিরিশতাগণ —অবশেষে ঐরূপ বলে সপ্ত আসমানের অধিবাসীগণ। অতঃপর দয়া তাহার জন্য অবতীর্ণ হয় যমীনের দিকে। – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৩৮০

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার রহমতের ব্যাপকতা
২৩৮০। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি আল্লাহর এই কালাম সম্পর্কে বলিয়াছেন — “বান্দাদের মধ্যে কেহ নিজের প্রতি অবিচার করে, তাহাদের মধ্যে কেহ ভাল মন্দ উভয় করে, আর কেহ ভালর পথে অগ্রগামী হয়" (কোরআন) এ সকলই বেহেশতে যাইবে। – বায়হাকী কিতাবুল বা’সে ওয়ানুশূরে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৩৮১

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৩৮১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যায় প্রবেশ করিতেন, বলিতেন, “আমরা সন্ধ্যায় প্রবেশ করিলাম এবং সন্ধ্যায় প্রবেশ করিল রাজ্য আল্লাহর উদ্দেশ্যে। সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নাই। তিনি এক, তাহার কোন শরীক নাই, তাঁহারই শাসন, তাঁহারই প্রশংসা এবং তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। হে খোদা! আমি তোমার নিকট চাহি এই রাতের মঙ্গল এবং উহাতে যাহা আছে তাহার মঙ্গল এবং আমি আশ্রয় চাহি তোমার নিকট উহার অমঙ্গল হইতে, আর উহাতে যাহা রহিয়াছে তাহার অমঙ্গল হইতে। খোদা! আমি তোমার নিকট আশ্রয় চাহি অলসতা, বার্ধক্য ও বার্ধক্যের অপকারিতা এবং দুনিয়ার বিপদ ও কবরের আযাব হইতে।" আর যখন তিনি ভোরে প্রবেশ করিতেন, তখনও ঐরূপ বলিতেন। বলিতেন, “আমরা ভোরে প্রবেশ করিলাম এবং ভোরে প্রবেশ করিল রাজ্য আল্লাহর উদ্দেশ্যে।" অপর এক বর্ণনায় আছে, “পরওয়ার দেগার" ! আমি তোমার নিকট আশ্রয় চাহি দোযখের আযাব ও কবরের শাস্তি হইতে।” —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান