মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২০২৫

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুসাফিরের সওম
২০২৫। হযরত আনাস ইবনে মালেক কা'বী (রাঃ) (আনাস ইবনে মালেক নহেন) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা মুসাফির হইতে (চিরতরে) অর্ধেক নামায এবং মুসাফির, স্তন্যদানকারিণী মাতা ও গর্ভবতী স্ত্রীলোক হইতে (আপাততঃ) রোযা উঠাইয়া দিয়াছেন। – আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২০২৬

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুসাফিরের সওম
২০২৬। হযরত সালামা ইবনে মুহাব্বাক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যাহার এমন বাহন রহিয়াছে যাহা তাহাকে আরামের সাথে সাথে ঘরে পৌঁছাইয়া দিবে, সে যেন রোযা রাখে যেখানেই সে রোযা পায় (অর্থাৎ, সফরে হইলেও)। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান