মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮১৯

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮১৯। হযরত আমর ইবনে শোআয়ব কর্তৃক তাঁহার পিতা ও তাঁহার দাদা পরম্পরায় বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) একবার মক্কার গলিসমূহে ঘোষণাকারী পাঠাইয়া ঘোষণা করিলেনঃ জানিয়া রাখ! সদকায়ে ফিতর ওয়াজিব প্রত্যেক মুসলমান পুরুষ ও নারী, আযাদ ও গোলাম এবং ছোট ও বড় সকলের উপর দুই 'মুদ' গম বা উহা ছাড়া অন্য কিছু বা এক সাআ খাদ্য। – তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮২০

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮২০। আব্দুল্লাহ্ ইবনে সা'লাবা অথবা সা'লাবা ইবনে আব্দুল্লাহ্ ইবনে আবু সুআইর তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এক সাআ গম প্রত্যেক দুই ব্যক্তির পক্ষ হইতে— ছোট হউক বা বড়; আযাদ হউক বা গোলাম এবং পুরুষ হউক বা নারী। তোমাদের মধ্যে যে ধনী তাহাকে আল্লাহ্ ইহা দ্বারা পবিত্র করিবেন; কিন্তু যে দরিদ্র তাহাকে আল্লাহ্ ফেরত দিবেন যাহা সে দিয়াছিল তাহা হইতে অধিক। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান