মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮১৭

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮১৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একবার তিনি রমযানের শেষের দিকে বলিলেন, তোমরা তোমাদের রোযার যাকাত আদায় কর। রাসূলুল্লাহ্ (ﷺ) প্রত্যেক স্বাধীন ব্যক্তি ও কৃতদাস, পুরুষ ও নারী এবং ছোট ও বড় সকলের উপরে এই যাকাত এক সাআ খেজুর ও যব অথবা আধা সাআ গম নির্ধারণ করিয়াছেন। —আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮১৮

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - ফিত্বরার বর্ণনা
১৮১৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সদকায়ে ফিতর নির্ধারণ করিয়াছেন রোযাকে অনর্থক কথা ও অশ্লীল ব্যবহার হইতে পবিত্র করার এবং গরীবদের (মুখে) অন্ন দেওয়ার জন্য। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান