মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৭৭২
- যাকাতের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ।
১৭৭২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে ইয়ামনের শাসনকর্তা করিয়া পাঠাইলেন এবং বলিলেন : মুআয! তুমি আহলে কিতাবদের নিকট যাইতেছ। প্রথমে তাহাদিগকে এই ঘোষণা করিতে আহ্বান করিবে – “আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই এবং মুহাম্মাদ (ছাঃ) আল্লাহ্র রাসুল।” যদি তাহারা তোমার এই কথা মানিয়া লয়, তাহা হইলে তাহাদিগকে বলিবে যে, আল্লাহ্ তা'আলা তাহাদের উপর এক দিবা-রাত্রিতে পাঁচটি নামায ফরয করিয়াছেন। তাহারা যদি ইহাও মানিয়া লয়, তাহা হইলে তাহাদিগকে বলিবে, আল্লাহ্ তা'আলা তাহাদের উপর যাকাত ফরয করিয়াছেন, যাহা তাহাদের ধনীদের নিকট হইতে গ্রহণ করা হইবে, অতঃপর তাহাদের দরিদ্রদের প্রতি ফেরত দেওয়া হইবে। এ ব্যাপারেও যদি তাহারা তোমার কথা মানিয়া লয়, তবে সাবধান! যাকাতে তুমি বাছিয়া বাছিয়া তাহাদের উত্তম জিনিসসমূহ লইবে না এবং বাঁচিয়া থাকিবে উৎপীড়িতের বদ্ দো'আ হইতে। কেননা, উৎপীড়িতের বদ্ দো'আ এবং আল্লাহ্র মধ্যে কোন আড়াল নাই। (অর্থাৎ, উহা নিশ্চয় কবুল হয়।) — মোত্তাঃ
كتاب الزكاة
اَلْفَصْلُ الْأَوَّلُ
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ: «إِنَّك تَأتي قوما من أهل الْكتاب. فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَإِنْ هُمْ أطاعوا لذَلِك. فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ. فَإِنْ هم أطاعوا لذَلِك فأعلمهم أَن الله قد فرض عَلَيْهِم صَدَقَة تُؤْخَذ من أغنيائهم فَترد فِي فُقَرَائِهِمْ. فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ. فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَين الله حجاب»