মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৬৩২

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬৩২। হযরত আব্দুর রহমান ইবনে কা'ব (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি (তাহাদিগকে) এই হাদীস বর্ণনা করিতেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনের রূহ্ পাখী হইবে এবং বেহেশতের গাছের ফল খাইতে থাকিবে, যাবৎ না উহাকে আল্লাহ্ কিয়ামতের দিন উহার শরীরে ফিরাইয়া দিবেন। —মালেক ও নাসায়ী ; আর বায়হাকী কিতাবুল বা'সে ওয়াননুশূরে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৬৩৩

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬৩৩। তাবেয়ী মুহাম্মাদ ইবনে মুনকাদির (রঃ) বলেন, আমি সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহর নিকট পৌঁছিলাম—তখন তিনি মৃত্যুবরণ করিতেছিলেন—এবং বলিলাম, তথায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আমার সালাম বলিবেন। —ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৬৩৫

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হইয়াছিল তিনটি ইয়ামনী সহুলী সাদা সুতী কাপড়ে। যাহাতে কামীস ও পাগড়ী ছিল না। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৬৩৯

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৩৯। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কাফনে বেশী দামী কাপড় ব্যবহার করিও না। কেননা, উহা অচিরেই নষ্ট হইয়া যাইবে। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান