মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৫১৮

পরিচ্ছেদঃ ৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৮। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ বাতাসকে গালি দিও না; বরং যখন তোমরা মন্দ কিছু দেখিবে, বলিবে, “হে খোদা! আমরা তোমার নিকট চাইতেছি এই বাতাসের ভাল দিক, উহাতে যাহা ভাল নিহিত রহিয়াছে তাহা এবং যে জন্য নির্দেশিত হইয়াছে তাহার ভাল দিক। আমরা আশ্রয় চাহিতেছি তোমার নিকট এই বাতাসের মন্দ দিক হইতে, উহাতে যাহা মন্দ রহিয়াছে তাহা হইতে এবং উহা যে জন্য নির্দেশিত হইয়াছে তাহার মন্দ দিক হইতে।” – তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৫১৯

পরিচ্ছেদঃ ৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫১৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, যখন বায়ু প্রবাহিত হইতে আরম্ভ করিত, নবী করীম (ﷺ) জানু ঠেক দিয়া বসিতেন এবং বলিতেন, “আল্লাহ্ ! ইহাকে রহমতস্বরূপ কর, আযাবস্বরূপ করিও না। আল্লাহ্ । ইহাকে বাতাসে পরিণত কর এবং ঝড়ে পরিণত করিও না।” — শাফেয়ী, বায়হাকী দাআওয়াতুল কবীরে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৫২০

পরিচ্ছেদঃ ৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫২০। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন আকাশে মেঘ দেখিতেন, কাজকর্ম ত্যাগ করিয়া উহার দিকেই নিবিষ্ট হইয়া যাইতেন এবং বলিতেনঃ “হে খোদা! আমি তোমার নিকট আশ্রয় চাহিতেছি ইহাতে যাহা মন্দ রহিয়াছে তাহা হইতে।” ইহাতে যদি আল্লাহ্ মেঘ পরিষ্কার করিয়া দিতেন তিনি আল্লাহর শোকর করিতেন ; আর যদি বৃষ্টি বর্ষণ আরম্ভ হইত, বলিতেন, “হে খোদা! উপকারী পানি দান কর।” —আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও শাফেয়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৫২১

পরিচ্ছেদঃ ৫৩. দ্বিতীয় অনুচ্ছেদ - ঝড় তুফানের সময়
১৫২১। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনিতেন, বলিতেনঃ “আল্লাহ্! আমাদিগকে তোমার রোষের দ্বারা হত্যা করিও না এবং তোমার আযাবের দ্বারা আমাদের ধ্বংস করিও না ; বরং ইহার পূর্বেই আমাদের শান্তি দান কর।” — আমদ ও তিরমিযী। তিরমিযী বলেন, ইহা গরীব।

তাহকীক:
তাহকীক চলমান