মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৪৯৫

পরিচ্ছেদঃ ৫১. দ্বিতীয় অনুচ্ছেদ - সাজদায়ে শুক্র
১৪৯৫। হযরত আবু জা'ফর (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) একদিন এক বামনকে দেখিলেন এবং তৎক্ষণাৎ সজদায় পড়িয়া গেলেন। —দারা কুত্নী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৪৯৬

পরিচ্ছেদঃ ৫১. দ্বিতীয় অনুচ্ছেদ - সাজদায়ে শুক্র
১৪৯৬। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত মক্কা হইতে মদীনার উদ্দেশ্যে রওয়ানা হইলাম। যখন আমরা গাযওয়াযা নামক স্থানের নিকটে পৌঁছিলাম, হুযূর (ﷺ) সওয়ারী হইতে অবতরণ করিলেন, অতঃপর দুই হাত উঠাইলেন এবং আল্লাহর নিকট কতক সময় দো'আ করিতে রহিলেন, তৎপর সজদায় পড়িলেন এবং দীর্ঘ সময় রত রহিলেন। অতঃপর দাঁড়াইলেন এবং কতক সময় আপন হাত উঠাইয়া রাখিলেন। পুনরায় সজদায় পড়িলেন এবং দীর্ঘ সময় উহাতে রত রহিলেন। আবার উঠিয়া দাঁড়াইলেন এবং কতক সময় আপন হস্তদ্বয় উঠাইয়া রাখিলেন। তৎপর সজদায় পড়িলেন। (সজদা হইতে উঠিয়া বলিলেনঃ আমি আমার পরওয়ারদেগারের সমীপে প্রার্থনা করিলাম এবং আমার উম্মতের জন্য সুপারিশ করিলাম। তিনি আমাকে আমার উম্মতের এক-তৃতীয়াংশ দান করিলেন। তাই আমি আমার পরওয়ারদেগারের শোকর আদায়ের জন্য সজদায় পড়িলাম। অতঃপর আমি আমার মাথা উঠাইলাম এবং আমার পরওয়ারদেগারের নিকট আমার উম্মতের জন্য পুনঃ প্রার্থনা করিলাম। এবার তিনি আমাকে আমার উম্মতের আরেক তৃতীয়াংশ দান করিলেন। তাই আমি আমার পরওয়ারদেগারের শোকর আদায়ের জন্য (দ্বিতীয়বার) সজদায় পড়িলাম। অতঃপর আমি পুনরায় আমার মাথা উঠাইলাম এবং আমার পরওয়ারদেগারের নিকট আমার উম্মতের জন্য প্রার্থনা করিলাম। এবার তিনি আমাকে আমার উম্মতের শেষ তৃতীয়াংশ দান করিলেন। তাই আমি আমার পরওয়ারদেগারের কৃতজ্ঞতা প্রকাশের ‘জন্য (তৃতীয়বার) সজদায় পড়িলাম। — আহমদ ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান