মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১০২৩
details icon

পরিচ্ছেদঃ ২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৩। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) ‍সূরা নাজম পাঠ করে সিজদাহ করেছেন এবং তাঁর সাথে মুসলিমগণ, মুশরিকগণ এবং জিন ইনসান সকলেই যারা তথায় উপস্থিত ছিল সিজদাহ করেছে। —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১০২৪
details icon

পরিচ্ছেদঃ ২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৪। হযরত আবু হরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা নবী পাক (ﷺ)-এর সাথে সূরা ইযাস সামাউন শাক্কাত এবং সূরা ইক্বরা' বিসমি রাব্বিকা পাঠান্তে সিজদাহ করেছি। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১০২৫
details icon

পরিচ্ছেদঃ ২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৫। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সিজদাহর আয়াত তিলাওয়াত করতেন, আমরা তাঁর নিকট উপস্থিত থাকতাম। তখন তিনি সিজদাহ করতেন এবং তাঁর সাথে আমরাও সিজদাহ করতাম। তখন এমন ভীড় হত যে কেউ কেউ তাদের কপাল রাখার স্থান পর্যন্তও পেত না।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১০২৬
details icon

পরিচ্ছেদঃ ২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৬। হযরত যায়েদ ইবনে ছাবেত আনছারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সূরা ওয়ান নাজমি তিলাওয়াত করলাম কিন্তু তিনি তাতে সিজদাহ করলেন না। -বুখারী, মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১০২৭
details icon

পরিচ্ছেদঃ ২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৭। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, সূরা ছোয়াদ-এর সিজদাহ জরুরী সিজদাহগুলোর মধ্যে শামিল নয়। তবে আমি নবী পাক (ﷺ)-কে তাতেও সিজদাহ করতে দেখেছি।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১০২৮
details icon

পরিচ্ছেদঃ ২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৮। বর্ণনান্তরে রয়েছে, মুজাহিদ বলেন, আমি আমার উস্তাদ ইবনে আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, সূরা ছোয়াদ তিলাওয়াত করে আমি সিজদাহ করব? জবাবে তিনি এই আয়াত “তার (ইবরাহীমের) বংশধরদের মধ্যে হলো দাউদ এবং সোলায়মান" পাঠ করতে করতে এই বাক্য পর্যন্ত পৌঁছলেন; সুতরাং তাঁদের আদর্শের অনুসরণ কর। তারপর বললেন, তোমাদের নবী (ﷺ)ও তাঁদেরই একজন, যাঁদের আদর্শের অনুসরণ করতে বলা হয়েছে। (সুতরাং তাঁর অনুসরণে সিজদাহ করা তোমাদের জন্য উত্তম)। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান