মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১০২৩
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৩। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) ‍সূরা নাজম পাঠ করে সিজদাহ করেছেন এবং তাঁর সাথে মুসলিমগণ, মুশরিকগণ এবং জিন ইনসান সকলেই যারা তথায় উপস্থিত ছিল সিজদাহ করেছে। —বুখারী
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سَجَدَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسلم بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالْإِنْسُ. رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৪
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৪। হযরত আবু হরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা নবী পাক (ﷺ)-এর সাথে সূরা ইযাস সামাউন শাক্কাত এবং সূরা ইক্বরা' বিসমি রাব্বিকা পাঠান্তে সিজদাহ করেছি। -মুসলিম
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَجَدْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي: (إِذا السَّمَاء انشقت)

و (اقْرَأ باسم رَبك)

رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৫
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৫। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) সিজদাহর আয়াত তিলাওয়াত করতেন, আমরা তাঁর নিকট উপস্থিত থাকতাম। তখন তিনি সিজদাহ করতেন এবং তাঁর সাথে আমরাও সিজদাহ করতাম। তখন এমন ভীড় হত যে কেউ কেউ তাদের কপাল রাখার স্থান পর্যন্তও পেত না।
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ (السَّجْدَةَ)

وَنَحْنُ عِنْدَهُ فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ فَنَزْدَحِمُ حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا لِجَبْهَتِهِ مَوْضِعًا يَسْجُدُ عَلَيْهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৬
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৬। হযরত যায়েদ ইবনে ছাবেত আনছারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সূরা ওয়ান নাজমি তিলাওয়াত করলাম কিন্তু তিনি তাতে সিজদাহ করলেন না। -বুখারী, মুসলিম
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: قَرَأْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (والنجم)

فَلم يسْجد فِيهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৭
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৭। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, সূরা ছোয়াদ-এর সিজদাহ জরুরী সিজদাহগুলোর মধ্যে শামিল নয়। তবে আমি নবী পাক (ﷺ)-কে তাতেও সিজদাহ করতে দেখেছি।
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَعَن ابْن عَبَّاس قَالَ: (سَجْدَةُ (ص)

لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ وَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يسْجد فِيهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১০২৮
- নামাযের অধ্যায়
২১. প্রথম অনুচ্ছেদ - তিলাওয়াতের সিজদা্
১০২৮। বর্ণনান্তরে রয়েছে, মুজাহিদ বলেন, আমি আমার উস্তাদ ইবনে আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, সূরা ছোয়াদ তিলাওয়াত করে আমি সিজদাহ করব? জবাবে তিনি এই আয়াত “তার (ইবরাহীমের) বংশধরদের মধ্যে হলো দাউদ এবং সোলায়মান" পাঠ করতে করতে এই বাক্য পর্যন্ত পৌঁছলেন; সুতরাং তাঁদের আদর্শের অনুসরণ কর। তারপর বললেন, তোমাদের নবী (ﷺ)ও তাঁদেরই একজন, যাঁদের আদর্শের অনুসরণ করতে বলা হয়েছে। (সুতরাং তাঁর অনুসরণে সিজদাহ করা তোমাদের জন্য উত্তম)। -বুখারী
كتاب الصلاة
بَابُ سُجُوْدِ الْقُرْانِ
وَفِي رِوَايَةٍ: قَالَ مُجَاهِدٌ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَأَسْجُدُ فِي (ص)

فَقَرَأَ: (وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسليمَان)

حَتَّى أَتَى (فبهداهم اقتده)

فَقَالَ: نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ أَمر أَن يَقْتَدِي بهم. رَوَاهُ البُخَارِيّ
tahqiq

তাহকীক: