মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১০১৯

পরিচ্ছেদঃ ২০. দ্বিতীয় অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০১৯। হযরত ইমরান ইবনে হোছাইন (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) লোকদের ইমামতি করলেন এবং ভুল করলেন। তারপর দু'টো সিজদাহ করতঃ আত্তাহিয়্যাতু পড়লেন এবং এরপর সালাম ফেরালেন। -তিরমিযী
তিরমিযী বলেছেন যে, হাদীসটি হাসান কিন্তু গরীব।
তিরমিযী বলেছেন যে, হাদীসটি হাসান কিন্তু গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১০২০

পরিচ্ছেদঃ ২০. দ্বিতীয় অনুচ্ছেদ - সাহু সিজদা্
১০২০। হযরত মুগীরাহ ইবনে শো'বা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যখন ইমাম প্রথম দুই রাকাতের পর না বসে দাঁড়িয়ে যায় তা হলে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে স্মরণ হলে যেন আবার বসে পড়ে। আর যদি স্মরণ হওয়ার পূর্বে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়ে যায়, তা হলে যেন না বসে দাঁড়িয়ে থাকে। অতঃপর দু'টো সাহো সিজদাহ করে নেয়। -আবু দাউদ, ইবনে মাজাহ

তাহকীক:
তাহকীক চলমান