মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৯৪৩
details icon

পরিচ্ছেদঃ ১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৩। হযরত আমের ইবনে সা'দ তার পিতা হতে বর্ণনা করেছেন, তার পিতা বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে ডানে এবং বামে সালাম ফেরাতে দেখেছি। এমন কি আমি তাঁর গণ্ডদেশের শুভ্রতাও দেখেছি। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৪৪
details icon

পরিচ্ছেদঃ ১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৪। হযরত সামুরাহ ইবনে জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নামায শেষ করে আমাদের দিকে ফিরে বসতেন। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৪৫
details icon

পরিচ্ছেদঃ ১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৫। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) সালাম ফেরাবার পর ডানদিকে ফিরে বসতেন। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৪৬
details icon

পরিচ্ছেদঃ ১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৬। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমাদের কেউ যেন তার নামাযের কোন অংশ শয়তানের জন্য নির্ধারণ না করে এই কথা মনে করে যে, শুধু ডানদিকে মুখ ফিরানোই তার জন্য জরুরী। নিশ্চয় আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে অনেকবার বামদিকে মুখ ফেরাতেও দেখেছি। -বুখারী, মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৪৭
details icon

পরিচ্ছেদঃ ১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৭। হযরত বারা' ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) - এর পেছনে নামায পড়তাম তখন তাঁর ডানদিকে থাকাটা পছন্দ করতাম। যাতে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বসেন। বারা' (রাযিঃ) বলেন, একদিন আমি শুনলাম, তিনি বলছেন, হে প্রতিপালক! তুমি আমাকে তোমার শাস্তি হতে রক্ষা কর। যেদিন তুমি তোমার বান্দাদেরকে উঠাবে অথবা বললেন, একত্রিত করবে। (বর্ণনাকারীর সন্দেহ)। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৪৮
details icon

পরিচ্ছেদঃ ১৭. প্রথম অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৮। হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যমানায় মহিলাগণ ফরজের সালাম ফিরিয়েই উঠে পড়ত এবং রাসূলুল্লাহ (ﷺ) আর তাঁর সাথে যে পুরুষগণ নামায পড়তেন তারা কিছু সময় বসে থাকতেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালে পুরুষগণ উঠে দাঁড়াতেন।-বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৪৯
details icon

পরিচ্ছেদঃ ১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৪৯। হযরত মুআয ইবনে জাবাল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) আমার হাত ধরে বললেন, হে মুআয! আমি তোমাকে ভালবাসি। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমিও আপনাকে ভালবাসি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা হলে প্রত্যেক নামাযের পর এই কথাগুলো বলা হতে বিরত থেকো না। হে প্রতিপালক! তুমি আমাকে তোমার স্মরণ করতে, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এবং তোমার ইবাদাত উত্তমরূপে সম্পন্ন করতে সাহায্য কর। —আহমদ, আবু দাউদ, নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৫০
details icon

পরিচ্ছেদঃ ১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫০। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রথমে ডানদিকে (এইরূপ ঘাড় ফিরিয়ে) সালাম করতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাতে তাঁর ডান গণ্ডদেশের শুভ্রতা পরিদৃষ্ট হত। এভাবে বামদিকে সালাম ফেরাতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাতে তাঁর বাম গণ্ডদেশের শুভ্রতা পরিদৃষ্ট হত। -আবু দাউদ, নাসায়ী, তিরমিযী
কিন্তু তিরমিযী “তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত" কথাটি উল্লেখ করেন নি।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯৫১
details icon

পরিচ্ছেদঃ ১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - তাশাহুদের মধ্যে দুআ
৯৫১। ইবনে মাজাহ হাদীসটিকে হযরত আম্মার ইবনে ইয়াসির (রাযিঃ) হতে রেওয়ায়াত করেছেন।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান