মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৯০২

পরিচ্ছেদঃ ১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০২। হযরত আব্দুর রহমান ইবনে শিবল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন সিজদায় কাকের মত ঠোকর দিতে। হিংস্র প্রাণীর ন্যায় যমিনে হাত বিছিয়ে দিতে এবং উটের মত মসজিদের মধ্যে নিজের জন্য স্থান নির্দিষ্ট করে নিতে। -আবু দাউদ, নাসায়ী, দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯০৩

পরিচ্ছেদঃ ১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৩। হযরত আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) (আমাকে) বললেন, হে আলী! আমি তোমার জন্য পছন্দ করি, যা আমার জন্য পছন্দ করি এবং তোমার জন্য অপছন্দ করি, যা আমার জন্য অপছন্দ করি। তুমি দুই সিজদার মাঝখানে হাত খাড়া করে নিতম্বের উপর বসো না। -তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯০৪

পরিচ্ছেদঃ ১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৪। হযরত তালক ইবনে আলী হানাফী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ পাক সেই বান্দার নামাযের প্রতি সুনজরে তাকাবেন না, যে নামাযের রুকূ এবং সিজদায় পিঠ সোজা রাখে না। -আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৯০৫

পরিচ্ছেদঃ ১৪. তৃতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০৫। হযরত নাফে' হতে বর্ণিত। তিনি বলেছেন যে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) বলতেন, যে ব্যক্তি ললাট যমিনে রাখে (অর্থাৎ সিজদাহ করে) সে যেন উভয় হাতও তথায় রাখে, যেখানে কপাল রেখেছে। কেননা হস্তদ্বয় কপালের সিজদাহ করার ন্যায় সিজদাহ করে। —মালেক

তাহকীক:
তাহকীক চলমান