মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৮৯৯
details icon

পরিচ্ছেদঃ ১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৮৯৯। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমাদের কেউ সিজদাহ করার সময় যেন উটের ন্যায় না বসে এবং দু' হাতকে হাঁটুর পূর্বে যমিনে রাখে। -আবু দাউদ, নাসায়ী, দারেমী
আবু সোলায়মান খাত্তাবী বলেন, এটা অপেক্ষা প্রথমোক্ত ওয়াযেলের হাদীসটিই অধিক বিশুদ্ধ। কারো কারো মতে এই হাদীসটি মনসুখ (অর্থাৎ রহিত) হয়ে গিয়েছে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯০০
details icon

পরিচ্ছেদঃ ১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০০। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) দুই সিজদার মধ্যস্থলে বলতেন, “হে আল্লাহ্! তুমি আমাকে মাফ কর। আমাকে রহম কর। আমাকে হেদায়াত কর। আমাকে শান্তি ও স্বস্তিদান কর এবং আমাকে রিযিক দান কর।” -আবু দাউদ, তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৯০১
details icon

পরিচ্ছেদঃ ১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - সিজদা্ ও তার মর্যাদা
৯০১। হযরত হোযায়ফাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) দুই সিজদার মাঝখানে বলতেন, “হে আল্লাহ্! তুমি আমাকে মাফ কর।” -নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান