মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৮৬৭
details icon

পরিচ্ছেদঃ ১২. তৃতীয় অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৬৭। হযরত আব্দুল্লাহ ইবনে ওতবাহ ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) মাগরিবের নামাযে সূরা হামীম আদ্দুখান পাঠ করেছিলেন। -নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৮৬৮
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৬৮। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, তোমরা রুকূ' এবং সিজদাহ সঠিকভাবে আদায় করবে। আল্লাহর কসম! আমি নিশ্চয় তোমাদেরকে আমার পিছন দিক হতেও দেখতে পাই। - বুখারী, মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৮৬৯
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৬৯। হযরত বারা' ইবনে আযেব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) রুকূ সিজদাহ, দুই সিজদার মাঝে বসা এবং রুকূর পর সোজা হয়ে দাঁড়ানোর সময়ের পরিমাণ প্রায় একরূপ ছিল, দাঁড়ান এবং বৈঠকে পরিমাণ ছাড়া। (অর্থাৎ এই দুইটির সময়ের পরিমাণ দীর্ঘ হতো।) -বুখারী, মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৮৭০
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - রুকূ‘
৮৭০। হযরত আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, নবী পাক (ﷺ) সামিআল্লাহু লিমান হামিদাহ বলার সময় সোজা হয়ে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, যাতে আমাদের মনে হত যে, তিনি নিশ্চয়ই ভুলে গিয়েছেন, তারপর তিনি সিজদাহ করতেন এবং দুই সিজদার মাঝখানে এত দীর্ঘ সময় বসে থাকতেন, যাতে আমাদের মনে হত যে, তিনি নিশ্চয়ই ভুলে গিয়েছেন। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান